সুমিত সরকার সুমন: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের ফরাজি বাড়ির ঘাট এলাকায় রোববার রাতে বিএনপির দু’গ্রুপ কর্মী-সমর্থকের মধ্যে ২ দফা হামলা ও সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। এ সময় পৌর-কর্মকর্তার বাস ভবনসহ ৫ বাড়ি-ঘর ভাংচুর করা হয়। রক্তাক্ত আহত আল-আমিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রাত ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত বিএনপি অধ্যুষিত উত্তর ইসলামপুর ও দক্ষিন ইসলামপুর এলাকার দলীয় কর্মী-সমর্থকের দু’গ্রুপে ৩ দফায় এ সংঘর্ষ হয় বলে সত্যতা নিশ্চিত করেন সদর থানার ওসি শহীদুল ইসলাম।
তিনি জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় উত্তর ইসলামপুর এলাকায় মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা মাসুদ রানা, আনোয়ার আলী মাদবর ও জহির মিস্ত্রীর ৫ টি ঘর-বাড়ি ভাংচুর করা হয়।#
বিডিটুয়েন্টিফোর
Leave a Reply