শ্রীনগরে আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন পত্র জমা

02 selim ahamedআরিফ হোসেন: শ্রীনগরে আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পক্ষে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া, বিদ্রোহী প্রার্থী কেন্দ্রিয় উপকমিটির সহ-সম্পাদক জাকির হোসেন, বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মমিন আলী, বিদ্রোহী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী আজিজুল হক লেবু কাজী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ইরফান সিকদার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


ভাইসচেয়ারম্যান পদে বিএনপির পক্ষে সেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতি আওলাদ হোসেন উজ্জল, বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আলহাজ্ব সেলিম হোসেন খান, আওয়ামী লীগের পক্ষে শেখ মো: আলমগীর, জাতীয় পার্টির আবুল হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা শাহাদাৎ হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজিলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম ও মহিলা লীগের আছিয়া আক্তার রুমু প্রার্থী হয়েছেন।

01.momin ali

02 selim ahamed

04 shekh alomgir

03 aowlad hossain ujjal

05 selim khan

06.asiya akter

07.jahanara

Leave a Reply