মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদে সোমবার দুপুরে মোবাইল ফোন চুরির দায়ে আলী হোসেন (১৫) নামে এক কিশোর চোরের চুল কর্তন করা হয়েছে। স্থানীয় এক নাপিত প্রকাশ্যে এ চুল কেটে দেন। ওই নাপিত তার পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে জানিয়েছেন উপজেলার ইউএনও ম্যাডাম চুল কাটার নির্দেশ দিয়েছেন।
টঙ্গিবাড়ী উপজেলার ইউএনও নাসরিন পারভীনের নির্দেশে রোববার দুপুর ২ টার দিকে ওই মোবাইল চোরের মাথার চুল কেটে দেওয়া হয়েছে বলে উৎসুক জনতা দাবী করেন। এ সময় সেখানে উৎসুক জনতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
মোবাইল চোর আলী হোসেন টঙ্গিবাড়ী উপজেলার বাঁশ বাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে মোবাইল ফোন সেট চুরি করে হাতে-নাতে ধরা পড়ে সে। এ ব্যাপারে ইউএনও নাসরিন পারভীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে কার্যালয়ে পাওয়া যায়নি।
বিডিটুয়েন্টিফোর
Leave a Reply