সুমিত সরকার সুমন: ডাকাতি সংঘটিত কালে সোমবার মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে সোমবার ৪ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১ টি ট্রলার জব্দ করা হয়।
রাত ৭ টার দিকে গজারিয়া থানার উপ-পরিদর্শক প্রদ্বীপ কুমার জানান, ইস্মানিরচর গ্রাম সংলগ্ন মেঘনাবক্ষে ট্রলারযোগে ৮ জলদস্যু পন্যবোঝাই একটি জাহাজে ডাকাতিকালে ৪ জলদস্যুকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- রাজিব হোসেন (২৫), বাবু মিয়া (২২), সৌরভ হোসেন (২৫) ও ফারুক হোসেন (২৭)- এ সময় অপর ৪ জলদস্যু পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সবার বাড়ি গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।#
বিডি টুয়েন্টিফোর
Leave a Reply