মুন্সীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের উদ্দ্যেগে এ আয়োজন করা হয়। র্যালিটি শহরের জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিতে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব সাংবাদিক মীর নাসির উদ্দীন উজ্জ্বল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক সধারণ সম্পাদক শাহীন মো. আমানউল্লা, সাবেক সধারণ সম্পাদক ও নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালী প্রমুখ।
জাস্ট নিউজ
Leave a Reply