মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনাবক্ষে ডাকাতের সঙ্গে সংঘর্ষে পুলিশের কনস্টেবল আব্দুল মালেক হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে। জেলার গজারিয়া থানায় বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নৌ-ডাকাতদের বিরুদ্ধে পুলিশ ২ টি মামলা দায়ের করে।
তাছাড়া নৌ-ডাকাতি ও পুলিশের কনস্টেবল নিহতের ঘটনায় ২ ভাঙ্গারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকা থেকে ভাঙ্গারী ব্যবসায়ী শাহ-জালাল (২৭) ও গজারিয়া উপজেলার মেঘনাঘাটের অপর ভাঙ্গারী ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর-রশিদ যমুনা নিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে ১ দিকে কনস্টেবল মালেক নিহতের ঘটনায় এসআই নজরুল হুদা বাদী হয়ে ২ ভাঙ্গারী ব্যবসায়ী শাহ-জালাল ও শাহাবুদ্দিনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরো ৫ ডাকাতকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া এসআই ফজলুল হক বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৭ ডাকাতকে আসামী করে অস্ত্র আইনে অপর আরেকটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ২ ভাঙ্গারী ব্যবসায়ীর ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে মুন্সীগঞ্জ শহরের আমলী আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গজারিয়া উপজেলার তেতৈতলা মেঘনাঘাট সংলগ্ন মেঘনা নদীতে লুন্ঠিত রড বোঝাই ট্রলারের ১৫-১৬ জনের ডাকাত দলের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১ কনস্টেবল নিহত ও আরো ৩ পুলিশ সদস্য আহত হয়।
যমুনা নিউজ
Leave a Reply