মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতু এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল আব্দুল মালেক নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাঁউচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পরে গ্রেফতারকৃত শাহজালাল (২৬) ও শাহাবুদ্দিনকে (২৮) গজারিয়া থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশ হত্যার ঘটনায় জড়িত ছিলেন স্বীকার করে ১৬১ ধারায় জবানবন্দী দিয়েছেন।
এদিকে, নিহত পুলিশ কনস্টেবল আব্দুল মালেকের লাশ ময়নাতদন্ত শেষে গজারিয়া থানা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মানিকগঞ্জের ধামরাই উপজেলার কালিয়া গ্রামের নিজ বাড়িতে পাঠানো হয়েছে। রাতেই সেখানে সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত পুলিশ কনস্টেবল আব্দুল মালেকের পরিবারকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সাড়ে ৪ লাখ টাকা সাহায্য দেওয়া হয়েছে। নিহতের স্বজনদের কাছে ওই টাকা দেওয়া হয়েছে বলে জানান, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ।
ওসি মামুন অর রশীদ আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে গজারিয়া উপজেলার মেঘনা নদীর মেঘনা সেতু এলাকায় ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল আব্দুল মালেক নিহত ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply