মোঃ সুমন ইকতিয়ার রৌদ্র: শুক্রবার ২০১৩ সালের পি.এস.সি পরীক্ষায় উর্ত্তীণ মুন্সীগঞ্জের ৬ টি উপজেলার ১ শত ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি হিসেবে নগদ ৩ লাখ টাকা এবং সনদ পত্র প্রদান করা হয়েছে।
সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ উন্নয়ন ফোরামের মেধা বিকাশ প্রকল্পের আাওতায় মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি এবং গজারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের নির্বাচিত ২ জন শিক্ষার্থীর মধ্যে এসব বৃত্তি দেয়া হয়। এ উপলক্ষে মুন্সীগঞ্জের সরকারী হরগঙ্গা কলেজের আশুতোষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুল হাসান বাদল।
উন্নয়ন ফোরামের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার মো: সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক (অব:) আবুল বাসার, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, মেধা বিকাশ প্রকল্পের আহ্বায়ক হরগঙ্গা কলেজের শিক্ষক সহযোগী অধ্যাপক আ: মান্নান, প্রধান সদস্য সচিব ও শিক্ষক মো: মাহবুবুর রহমান, এডভোকেট মো: মোস্তাফিজুর রহমান ভুইয়া প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক আহসান কবির, ব্যাংকার আমিরুল ইসলাম, বিশিষ্ট গবেষক সাইদুল ইসলাম খান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মহিউদ্দিন প্রমুখ।
মুন্সিগঞ্জটাইমস
Leave a Reply