উপজেলা নির্বাচনের জন্য জেলা বিএনপির প্রস্তুতি সভা

bnp-kormishova8মোস্তাফিজুর রহমান সিয়াম: আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এক কর্মী সভার আয়োজন করেছে জেলা বিএনপি। মুন্সীগঞ্জ সদর বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্ত্বে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এই কর্মী সভায় অংশ নেয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আবদুল হাই।


বক্তৃতায় আবদুল হাই বলেন, উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জের বিএনপির সব নেতাকর্মীকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে যাতে বিএনপি কর্মীরা উপস্থিত থাকে সে নির্দেশনাও তিনি দেন। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনের বিএনপির পক্ষ থেকে সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ রহমান পুস্তি, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবি আক্তার উপস্থিত ছিলেন।
bnp-kormishova8
কর্মীসভায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জটাইমস
=======

কেন্দ্র পাহারা দেয়া হবে : আবদুল হাই

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি আবদুল হাই বলেছেন, আগামী উপজেলা নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুলির জবাব দেয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় গেল জাতীয় সংসদ নির্বাচনে কুকুর ছাড়া কেউ ভোট কেন্দ্রে যায়নি। আবার এখন ম্যাডামের কথায় জনগণ ভোট কেন্দ্রে যাবে।

আগামী ২৭শে ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণার আগ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, এটা দলের ইজ্জত, ব্যক্তিগত কোন ব্যাপার নয়। আমাদের প্রার্থীদের পাশ করাতেই হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে জয় আমাদের হবেই-ইনশা আল্লাহ। তিনি শনিবার দুপুরে শহর উপকণ্ঠের মুক্তারপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে এককর্মী সভায় প্রধান অতিথির ভাষণদানকালে এসব কথা বলেন। এ সময় সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ-সভাপতি ও রামপাল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি, ভাইস চেয়ারম্যান পদে শহর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেক মাস্টারের মেয়ে রুবি আক্তারকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আবদুল হাই তাদের ভোট দেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, যারা দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে প্রার্থী হয়েছেন আগামী ১২ ফেব্রয়ারির পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, কোষাধ্যক্ষ, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আক্তার ফারুক তোতা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহবায়ক মাহবুব-উল আলম স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিনসহ তৃণমুলের নেতারা।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply