শেখ মো. রতন: মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর মহাকালী গ্রামে এক পোশাক ব্যবসায়ীর বাড়িতে শনিবার দিনগত গভীর রাত ২ টার দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারি ডাকাতদল বাড়ির কলাপসিপল গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের সদস্যদের মুখ স্কসটিপ ও দরি দিয়ে বেঁধে ঘরের স্বর্নালঙ্কার ও টাকা-পোশাক লুটে নেয়।
এ সময় ওষুধ ব্যাবসায়ীসহ একই পরিবারের ২ জন শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। ওষুধ ব্যাবসায়ী মো: কবির বেপারিকে গুরুতর জখম অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। ডাকাত দল ওই বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুটে নেয়।
মুখোশধারী ১৫-২০ জনের একটি ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ধারালো অস্ত্রেসস্ত্রে পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপায়। রক্তাক্ত জখম অবস্থায় ওষুধ ব্যবসায়ী কবীর হোসেন বেপারীকে (৪২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও অপর আহত তার মা বদরুন্নেসা (৭০), স্ত্রী লতা বেগম (৩২), ছেলে সিয়াম বেপারী (১১) ও শিশুকন্যা তাসপিয়াকে (০৭) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওষুধ ব্যাবসায়ীর বড় ভাই আনিস বেপারি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন- অভিযোগের ভিত্তিতে ডাকাতদলকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
এটিএনবিডি
Leave a Reply