মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি প্রাইভেট ক্লিনিকে শনিবার বিকেলে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাইমারী স্কুলের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বিকেল সাড়ে ৫ টার দিকে টঙ্গিবাড়ী বাজার সংলগ্ন ইউনাইটেড ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম হালদার (০৮) উত্তর কুরমিরা গ্রামের মহিউদ্দিন হালদারের ছেলে। সে উত্তর কুরমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
টঙ্গিবাড়ী থানার ওসি এস এ মালেক জানান, স্কুল ছাত্র সিয়ামের পায়ের টিউমারে অস্ত্রপাচার করতে গেলে অপারেশন থিয়েটারে মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকে ভাংচুর করতে উদ্যত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ক্লিনিক মালিক সাইফুল ইসলাম বলেন- টিউমার অস্ত্রপচার করা হচ্ছিল। তবে স্কুল ছাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ডাক্তার মালেক মুরাদকে ক্লিনিকে পালিয়ে যায়নি। তিনি পালিয়েছেন বলে নিহত ছাত্রের পরিবার জানান।
বিডি টুয়েন্টিফোর
Leave a Reply