গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইমামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালউদ্দিন খান বকুল ওরফে বকুল চেয়ারম্যান (৮৫) শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। নিজ গ্রাম ইমামপুর মাঠে বাদ যোহর তাঁর জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। তাঁর ই”ছানুযায়ী জৈনপুরী হুজুরের পুত্র মাওলানা সাঈদ জানাজার নামাজ পড়ান।
পরে পারিবাকি কবরস্হানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন, কেন্দ্রিয় আওয়ামী লীগের মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান গভীর শোক জানিয়েছেন।
বকুল চেয়ারম্যানে বড়পুত্র কুমিল্লা বার্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান খান নিরু আগামী শুক্রবার ইমামপুরের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠানের ঘোষণা দিয়ে জানাজয় উপস্হিত সকলকে মধ্যাহৃভোজের আমন্ত্রণ জানিয়েছেন।
স্বদেশ
Leave a Reply