মুন্সীগঞ্জের সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও বায়রা সিনিয়র সহ-সভাপতি মনসুর আহম্মেদ কালাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে জেলা রির্টানিং অফিসার এডিসি মু. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি গার্ড মোহাম্মদ মহিউদ্দিনের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে মুন্সীগঞ্জ বার্তা ডট কমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দলীয় কয়েকজন কর্মীকে নিয়ে তার বাড়িতে হাজির হন। এ সময় তাকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানান। তার ওই অনুরোধের প্রেক্ষিতে গতকাল মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে তিনি মুন্সীগঞ্জ বার্তা ডট কমকে জানান। এদিকে, তার মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের ভাগিনা মো. নিজামউদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার কওে নেয়ার সম্ভবনা রয়েছে।
এদিকে, মুন্সীগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, (আওয়ামী লীগ), জেলা বিএনপির সহ-সভাপতি, রামপাল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তী (বিএনপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সহ-সভাপতি এডভোকেট সালাউদ্দিন খান স্বপন (বিএনপি বিদ্রোহী), সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুজিবুর রহমান (জাপা-কাজী জাফর) ও মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র খন্দকার মোহাম্মদ হোসেন রেনু (বিএনপি বিদ্রোহী)।
ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের কেন্দ্রীয় নেতা আমির হোসেন গাজী (আওয়ামী লীগ), শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম (বিএনপি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা নাজমা (আওয়ামী লীগ), রুবী আক্তার (বিএনপি)।
উল্লেখ্য, এ উপজেলায় আগামী ২৭ শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply