মুন্সীগঞ্জের অগ্রজ কবি যাকির সাইদের কাব্য গ্রন্থ “ভাঙাবো বিষ্ণুর ঘুম ” বের হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি’ ২০১৪ উপলক্ষ্যে বের হওয়া কাব্য গ্রন্থটি পাওয়া যাচ্ছে একুশের বই মেলার “ইত্যাদি গ্রন্থ প্রকাশ”-এর স্টলে। স্টল নম্বর ১৭৩-৭৫। বইটির মূল্য মাত্র ১০০ টাকা। আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলার ওই স্টলে পাওয়া যাবে কবি যাকির সাইদের এ কাব্য গ্রন্থটি।
মানুষেরই জয় হবে/ মাটি হবো, মাটি/ মানুষের রাজ্যে মানুষ, পশুর রাজ্যে পশুই রাজা/ ঈশ্বরের আসনও কেঁপে উঠে,ভাঙলেও বিপদ,মচকালেও বিপদ ইত্যাদি কবিতাগুলো বেশ পাঠকপ্রিয় করে তুলেছে কাব্য গ্রন্থটিকে। “ভাঙাবো বিষ্ণুর ঘুম” কাব্যগ্রন্থটি পাঠে সবচেয়ে বড় যে ব্যাপারটি লক্ষ্যণীয় তা হলো কবি এখানে প্রকৃতির ভেতর দিয়ে এতদ্বয় অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের আলাপচারিতায় মানব জীবনের প্রয়োজনীয় দর্শন অত্যন্ত সুন্দর ও সাবলিল ভাষায় তুলে এনেছেন।
কবি যাকির সাইদ ১৯৬৬ সালের ১লা ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি গ্রামের মোল্লাবাড়িতে জম্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখিতে নিজেকে জড়িয়ে নেন। ১৯৭৮ সালে প্রথম তার হাত দিয়ে কবিতা আলোর মুখ দেখে। ১৯৯১ সালে তার প্রথম লেখা প্রকাশিত হয় মাসিক গণচিন্তা পত্রিকায়। এর পর তিনি ১৯৯৭ সালে পাঠকের সামনে নিজেকে উপস্থাপন করেন “এইঘর এই নির্বাসন” নামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের ভিতর দিয়ে। ‘ঘাস ফুল নদী’ ছিল যার প্রকাশক। এরপর ২০০২ সালে ‘উড়ে যাও শব্দের পাখিরা, ২০০৩ সালে হৃদাকরের পাথর কুচি, ২০০৪ সালে পৌরাণিক তীর, মন্দ্রিত স্রোতের টানে (২০০৫), জোড়পুকুরের জল (২০০৮), স্বর্গের সিঁড়িতে ধুলো (২০০৯), প্রত্ন প্রতীকের মমি (২০১০), কান্দে রাধা কান্দে বৃন্দাবন (গীতি কবিতা ২০১১), ডেকে ডেকে কাছে আনি (২০১২) ও তোমার জন্য মানুষ আমি তোমার জন্য অবতার (২০১৩)’ নামে ত্রমধারায় তার কবিতা গ্রন্থগুলো প্রকাশিত হয় এবং বেশ পাঠক প্রিয়তা লাভ করে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply