পদত্যাগ নাটক – রাহমান মনি

পদত্যাগের কথা বলি
মন থেকে তা চাই না,
শীর্ষ পদে থাকার মতো
এমন সুখ আর পাই না।

বাসায় বসে কমিটি করে
প্রধান পদটা রাখি বাদ,
সবাই যখন অনুরোধ জানায়
পাই যে তাতে ভিন্ন স্বাদ।

পা-চাটার দল আছে সাথে
পদত্যাগের ভয় নেই তাতে,
প্রধান থাকায় অন্য কারোর
লাগলেও ঘা লাগুক আঁতে।

নিজের কথা লিখে পাঠাই
সম্রাট মুকুট হীন,
কেউ বা বলে আত্মপ্রচার
বলে, লাজ-লজ্জা বিহীন।

কে কি বলে, তাতে আমি
ধার তো কারো ধারিনা,
সবার উপর না থাকাটা
ভাবতেও তা পারি না।

প্রতিবার ই মিথ্যা বলে
হয়ে গেছি রাখাল বালক,
সবাই বলে আমি নাকি
চামচাদের ই প্রতিপালক।

সকল কিছুর রূপকার আর
মুকুট হীন সম্রাট,
পত্রিকাতে নিউজ পড়ে
লোকের চোখে বিভ্রাট।

সব কিছুতেই প্রধান থাকা
মজা বুঝি নিজে,
পদত্যাগে চায়না বুঝতে
বেদনা কোথায়? কি যে?

টোকিও

Leave a Reply