বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের আলোচনা সভা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তাপুর ব্রিজ সংলগ্ন মাঠে আওয়ামী মটর চালক লীগের মুন্সীগঞ্জ জেলা শাখার অফিস উদ্বোধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠানে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোটেক মৃণাল কান্তি দাস।
আওয়ামী মটর চালক লীগের জেলা সভাপতি মোঃ কাউসার হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সদর উপজেলা আ.লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা আওয়ামী মটর চালক লীগের উপদেষ্ঠা মোয়াজ্জেম হোসেন, আওয়ামী মটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি গোলাম মাওলা তপন সহ আরও অনেকে। আলোচনা সভার পরে ৫ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply