উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে গজারিয়া উপজ়েলা পরিষদের নির্বাচন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলার তফসিল বৃহস্পতিবার ঘোষণা করার কথা রয়েছে। বুধবার একটি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বৃহস্পতিবার তফসিল দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে বৃহস্পতিবার করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৪ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে তিন ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে ১৫ মার্চ।
মুন্সিগঞ্জটাইমস
Leave a Reply