এ এক বিরল দৃশ্য। কোন কাল্পনিত দৃশ্য নয়, একেবারে সত্য ঘটনা। এটি একটি নির্বাচনী দৃশ্য। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ সাবেক ৪ আসনের (বর্তমান মুন্সীগঞ্জ-৩) সাবেক সংসদ সদস্য আবদুল হাই নৌকা চালিয়ে শাখা নদী পাড়ি দিচ্ছেন। আগামী ২৭ শে ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় চেয়ারম্যান ও পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ কর্মী সমর্থকদের নিয়ে ছুটছে ভোটারদের বাড়ি বাড়ি।
গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ফরায়েজী বাড়ি ঘাট থেকে ধলেশ্বরী শাখা নদীতে নিজেই নৌকা চালিয়ে যাচ্ছেন ওপারের মোল্লারচর গ্রামে। এ দৃশ্য দেখে অনেকেই হতবাক বনে যায়। এরপর তিনি মোল্লারচর গ্রামের ভোটার বাড়ি বাড়িয়ে গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি ও রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন পুস্তি, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, মুন্সীগঞ্জ পৌরসভার প্রয়াত সাবেক চেয়ারম্যান খালেক মাস্টারের মেয়ে রুবী আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।
নৌকা চালিয়ে শাখা নদী পাড়ি দিচ্ছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাই
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply