সিরাজদিখানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার ৬২ বছর পরেও মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নেই। ফলে ভাষা দিবসে কোথাও বাঁশ, কাঠ, কোথাও কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবারেও একইভাবে শহীদ মিনার নির্মাণ করে সেখানেই পুষ্পমাল্য অর্পণ করতে হবে।


‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য প্রতিবছর ভাষা দিবস এলেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও নানা আয়োজনের মাধ্যমে জাতীয়ভাবে শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। অথচ এ উপজেলায় ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৫টিতে শহীদ মিনার রয়েছে।

জানা গেছে, উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিরেকে অন্য কোথাও শহীদ মিনার নেই। আর অনেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠার দীর্ঘদিনেও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। মাদ্রাসা পর্যায়ে কোন প্রতিষ্ঠানে এখনো কোথাও শহীদ মিনার নেই।

বাংলাপোষ্ট

Leave a Reply