আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজনকে বহিস্কারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে শ্রীনগর উপজেলা যুবলীগের নেতা কর্মীরা। শনিবার দুপুর বারটা থেকে একটা পর্যন্ত বেজগাও বাসষ্ট্যান্ডে যুবলীগের শতাধিক নেতা কর্মী অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় রাস্তার দুপাশে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে জানজটের সৃষ্টি হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে রাস্তার উপর দাড়িয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী শাহজাহান, স্বপন রায়, জাকির হোসেন, জুয়েল লস্কর, সুমন শিকদার, উজ্জল, নুরুল ইসলাম মাষ্টার , রনি, পল, মুনসুরুল কুতুব, আতাহার প্রমূখ। বক্তারা নেছার উল্লাহ সুজনের বহিস্কার প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি আহবান জানান।
গত শুক্রবার শ্রীনগর উপজেলা নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের উপ কমিটির সহ সম্পাদক জাকির হোসেনের উপর হামলার অভিযোগে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজনকে বহিস্কার করে কেন্দ্রীয় যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন শুক্রবার রাতে সুজনের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন । এর পরপরই উপজেলা যুবলীগ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
Leave a Reply