আলোর প্রতিমার আয়োজনে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক আসর

apসাহিত্য ও সাংস্কৃতিক পত্রিকা আলোর প্রতিমার আয়োজনে শুক্রবার রাতে সাংস্কৃতিক আসর বসে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে। দীর্ঘ রাত অবধি নৃত্য, নাটক আর গান দর্শক হৃদয় ছুয়ে যায়। ছড়িয়ে পড়ে প্রাণের স্পন্দন। পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজনে মহান মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীরপ্রতীক ওডারল্যান্ড’র উপর ডকুমেন্টারী ফিল্মর নির্মাতা মাহবুবুর রহমান বাবুকে গুনীজন সম্মাননা দেয়া হয়।


এতে প্রধান অতিথির ভাষণ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। আলোর প্রতিমা ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহিন, জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি মো. জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অভিজিৎ দাস ববি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস, রাজনীতিক মোয়াজ্জেম হোসেন, এ্যাডভোকেট গোলাম মাওলা তপন, থিয়েটার সার্কেলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ঢালী, নারী নেত্রী হামিদা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, শেখ রিপন ও আলোর প্রতিমার সম্পাদক মাহাবুব আলম জয় প্রমুখ। বিশ ভালোবাসা বিশেষ এই আয়োজনে সব শেষে থিয়োটার সার্কেলের পরিবেশনায় মঞ্চস্হ হয় মুখাভিনয় ‘পাহাড়া’।
ap

নিউজঃ স্বদেশ
ছবিঃ মুন্সিগঞ্জবার্তা

Leave a Reply