দীর্ঘ দুই বছর পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়ন হয়েছে। সভায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিভিল সার্জন ডা. কাজী শরীফুল আলম, সনাকের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, এডভোকেট গোলাম মাওলা তপন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান আরিফ প্রমুখ।
সভায় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলটির চিকিৎসক ও জনবলের সঙ্কট নিরসনে ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply