বিক্রমপুর এ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়লে মহান ভাষা দিবস উদযাপন

canada21আবুল বাসার মানিক: গত ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়লে সার্বজনীন একুশ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ৪১৯ সেন্টরক পুরাতন ইমিগ্রেশন সেন্টারে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের ন্যায় বিক্রমপুর এ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ল কানাডার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


একুশের প্রথম প্রহরে সভাপতি আব্দুস সামাদ খান নান্টু ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক এর নেতৃত্বে সমিতির সকল পর্যায়ের সদস্যরা শহীদ মিনারে গিয়ে বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর সন্মান প্রদর্শন করেন এবং কিছক্ষন নীরবে দাড়িয়ে থাকেন। পুস্পারঘ অর্পণ শেষে উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
canada21
উপস্থিত সমিতির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাবেক সভাপতি মাহমুদ আল সামির, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পাপিয়া সামির, যোগাযোগ ও প্রচার বিষয়ক সম্পাদক সেলিম রেজা, শামীম আরা ভুঁইয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী রমজান রতন, কাজী শহিদ, সাংবাদিক মনিরুজ্জামান ও অন্যান্য সদস্যরা।

মন্ট্রিয়ল, কানাডা।

Leave a Reply