মুন্সীগঞ্জের দুই উপজেলায় বিজিবি মোতায়েন

upzilalogoউপজেলা নির্বাচন
উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুন্সীগঞ্জের দু’টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিকেল থেকে মোতায়েন করা বিজিবি সদস্যরা এরইমধ্যে নির্বাচনী এলাকায় টহল দিতে শুরু করেছে।

এছাড়া ২৭ ফেব্রুয়ারির নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার থেকে শ্রীনগর উপজেলায় এবং মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।


মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী বাংলানিউজকে জানান, সদর উপজেলার ২টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৬০ জন বিজিবি সদস্য এবং শ্রীনগর উপজেলায় ১৪ টি ইউনিয়নের জন্য ৫৫ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, বিজিবি সদস্য ছাড়াও সোমবার থেকে শ্রীনগর উপজেলায় এবং মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার আরো জানান, জেলার দু’টি উপজেলায় নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply