ইমতিয়াজ বাবুল: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানের চালতি পাড়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় অঞ্জলি চন্দ্র দাস (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত অঞ্জলীর সিঙ্গাপুর প্রবাসী স্বামী চৈতন্য চন্দ্র দাস (৪৩), দুই মেয়ে স্মৃতি চন্দ্র দাস (১৩), ইতি চন্দ্র দাস(০৮) ও সিএনজি চালক মামুনসহ ৪ জন। তাদেরকে আহত অবস্থায় নিমতলা জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন জানান, বুধবার বেলা সোয়া ১২টার দিকে মহাসড়কের চালতিপাড়া নামক স্থানে ঢাকাগামী সেবা পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমূখী একটি সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী চৈতন্য চন্দ্র দাসের স্ত্রী অঞ্জলি চন্দ্র দাস সিটকে পড়ে বাসের চাকার নীচে পড়ে ঘটনা স্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহতের পরিবারের আরো ৩ সদস্য আহত হয়েছেন। সেবা পরিবহনের বাসটি পুলিশ আটক করেছে। সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মোবাইল ০১৭১৫৫২১১৫৪
০৫-০৩-১৪ইং
Leave a Reply