মুন্সীগঞ্জের সাংবাদিক সাগর হত্যাবিচারে রাজধানীতে মানববন্ধন

sagor2সাংবাদিক শাহ আলম সাগরের হত্যাকারী রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ আলী মাহমুদ ও উপপরিদর্শক (এসআই) মামুনের গ্রেফতার দাবি করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক নেতারা এ দাবি করেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক (এসআই) পরিকল্পিতভাবে সাংবাদিক সাগরকে হত্যা করেছেন। হত্যার তিনদিন পরেও রহস্যজনক কারণে তাদের আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুসিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।
sagor2
তারা অভিযোগ করেন, আজ পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। জনগণ ও সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও সাংবাদিকদের ওপর হত্যা, নির্যাতন চালাচ্ছে পুলিশ। অবিলম্বে প্রতিটি থানায় সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্যে দেন-সাংবাদিক নেতা জাহাঙ্গীর খান বাবু, আবুল কালাম আজাদ, শাহজাহান চৌধুরী, শাহীন বাবু, ‘সাপ্তাহিক অপরাধ দমন’ পত্রিকার সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।

২ মার্চ সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে পড়ে ‘সাপ্তাহিক অপরাধ দমন’ পত্রিকার সাংবাদিক সাগরের রহস্যজনকভাবে মৃত্যু হয় বলে পুলিশের দাবি করেছে। কিন্তু, তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাগরকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

মুন্সিগঞ্জটাইমস

Leave a Reply