নির্বাচনী জ্বরে কাপছে গজারিয়া

gaz upzilaনির্বাচনী জ্বরে কাপছে গজারিয়া ।গত ২৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গ্রাম-গঞ্চ হাটবাজার সহ ভোটারদের বাড়ি যাচ্ছে। ভোটারদের জানান দিচ্ছে নিজের প্রার্থীতার কথা। সর্বত্র চলছে ভোটের আলোচনা। চায়ের দোকান, হোটেল-রেস্টুরেন্ট, বৈঠকখানা, সামাজিক অনুষ্ঠান সব খানে নির্বাচনী জল্পনা-কল্পনা। প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে গোটা উপজেলা। গজারিয়া একটি শিল্প নগরী এলাকা। এলাকাটি কৃষি প্রধান হলেও বর্তমানে দেশের নামী দামী শিল্প কারখানা গুলো গড়ে উঠেছে এখানে। স্থায়ী বাসিন্দাদের পাশা-পাশি বহিরাগত জন সংখ্যা কম নেই। গজারিয়ার জনসংখ্যা প্রায় মোট ২ লাখ। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার ভোটার সংখ্যা মোট ১ লাখ ৬ হাজার ১ শত ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ২৩ জন, মহিলা ভোটার ৫৩ হাজার

উল্লেখ্য যে শুক্রবার ০৭/০৩/২০১৪ইং সকাল ১১ ঘটিকার সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
gaz upzila
মুন্সিগঞ্জটাইমস

Leave a Reply