সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

sirajdikhan nariমুন্সীগঞ্জ সিরাজদিখানে নারীর প্রতি সকল স্তরের মানুষকে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে উন্নয়নের মূলকথা নারী পুরুষের সমতা এই প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সিরাজদিখান উপজেলা শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াময়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল। আলোচনা সভায় উপজেলা প্রকৌশলি মোঃ শাহজাহান আলী, সিরাজদিখান জার্ন্যালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সুব্রত দাস রনক, নারী জয়ীতা শ্যামলী আক্তার, আদর্শ মিিহলা উন্নয়ন সমিতির সভানেত্রী তাসলিমা খাতুন, সিরাজদিখান দুস্থ মহিলা কল্যান সমিতির সভানেত্রী রহিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
sirajdikhan nari
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন,সমতা এবং উন্নয়নের মূলধারায় পূর্ণ অংশগ্রহন নিশ্চিত করতে হবে। নারীরা এদেশে অর্ধেক শক্তি। নারী-পুরুষের সন্মিলিত প্রয়াসেই আজকে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে।

বাংলাপোষ্ট

Leave a Reply