আইনজীবী সিপনের মরদেহ দাফনের পর উত্তোলন

sipon1৮দিন নিখোঁজের পর মুন্সীগঞ্জের নিহত আইনজীবী সিপনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সিলেট জেলা প্রশাসকের অনুমতি পাওয়ার পর রোববার বিকেল ৫টায় সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল রহমানের নেতৃত্বে মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ উত্তোলনের পর এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৬টার দিকে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের কাজ চলছিল। ময়নাতদন্ত শেষ হলেই লাশ নিয়ে মুন্সীগঞ্জের এসআই মনিরুল ইসলাম ও নিহতের স্বজনরা মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। মরদেহটি গ্রহণ করছেন নিহতের ভাতিজি জামাই তারেক চৌধুরী।এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ থানার এসআই মো. মনিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ শে ফেব্রুয়ারি রাত ৭টায় আইনজীবী সিপন তার মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুরের বাসা থেকে কিশোরগঞ্জে তার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। এর পর ওই দিন রাত ১২ টা পর্যন্ত আইনজীবী সিপনের সঙ্গে তার স্ত্রী রেনু বেগমের মোবাইল ফোনে কথা হয়। পরে ওইদিন দিবাগত রাত ১ টার পর থেকে আইনজীবী সিপনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিখোঁজ হন আইনজীবী সিপন। এ ঘটনায় গত ৩রা মার্চ দুপুর ১২টার দিকে নিখোঁজ আইনজীবীর শ্বশুর আব্দুল হাকিম বাদী হয়ে সদর থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১২২।

মুন্সীগঞ্জবার্তা

Leave a Reply