মেঘনা নদীতে লঞ্চে ডাকাতি, আহত ৫

chorrrrনারায়ণগঞ্জ-চাদঁপুর নৌ রুটের মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে এমভি আস ছালা নামের একটি যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে গজারিয়ার বালুরচর গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

ডাকাতদলের হামলায় লঞ্চের কেরানীসহ পাঁচ যাত্রী আহত হয়। ডাকাতদল নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।

লঞ্চের কেরানী মো. জসিম বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ থেকে এমভি আস ছালা লঞ্চটি ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে চাদঁপুর যাচ্ছিল। পথিমধ্যে বালুরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১৫ থেকে ২০ জনের ডাকাতদল লঞ্চে হামলা চালায়।

এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে প্রথমেই যাত্রীদের কাছ ভাড়া বাবদ আদায়কৃত ২৫ হাজার টাকা, বেশ কয়েক যাত্রীর স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ মূল্যবান সামগ্রী লুট করে চলে যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, ঘটনার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের নেতৃত্ব পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave a Reply