মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের অপর প্রার্থীর ২৫ সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে গজারিয়া থানায় এ মামলা হয়।
তবে গভীর রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও জানা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় গজারিয়া ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের ভাতিজা বাসারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় আরো ২৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার পক্ষে শনিবার সভা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও সমর্থকদের মারধর করে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply