ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

doctorহবিগঞ্জ সদর উপজেলায় এমবিবিএস ডিগ্রি পরিচয়দানকারী এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার এলাকার চিশতিয়া জেনারেল হাসপাতালে খুর্শেদ আলমকে (৩৮) এ জরিমানা করা হয়।

খুর্শেদ আলম মুন্সীগঞ্জ জেলার লৌহজংশ সদর উপজেলার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

নির্বাহী বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এ কে এম সাইফুল আলম জানান, মেডিকেল এবং ডেন্টাল আইন-২০১০ এর ২৯ ধারায় এ জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, খুর্শেদ দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার এলাকার কে আলী প্লাজার দ্বিতীয় তলায় চিশতিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছেন।

বিষয়টি প্রশাসনের নজরে আসলে সোমবার দুপুরে নির্বাহী বিচারক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় খুর্শেদ আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং এমবিবিএস ডিগ্রিধারী পরিচয় না দিতে সতর্ক করেন।

এ ছাড়াও আদালত তার সব অবৈধ কাগজপত্র জব্দ করে।

বিডিনিউজ

Leave a Reply