ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

মেঘনা সেতুর উপর পন্যবাহী কভার্ডভ্যান বিকল হয়ে সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভবেরচর হাইওয়ে ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, বেলা ১১ টার দিকে গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন মেঘনা সেতুর উপর একটি কভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে জামালদী বাস ষ্ট্যান্ড থেকে বালুয়াকান্দি এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটে কয়েক’শ যানবাহন আটকা পড়েছে। যানজটে আটকে পড়া যানবাহন গুলোতে নারী-শিশু যাত্রীদের দুর্ভোগ চরমে পৌছেছে। যানজট নিরসনের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিকল কভার্ডভ্যানটি সরিয়ে নিতে সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকার আনা হচ্ছে। রেকার এলেই কভার্ডভ্যান সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply