স্বপ্ন পূরণ হলো না মুন্সীগঞ্জের আইনজীবী সিপনের

siponসিলেটে মলম পার্টির খপ্পরে পড়ে মুন্সীগঞ্জের সবার প্রিয় নিহত আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপনের (৪৮) স্বপ্ন পূরণ হলো না। স্বপ্ন ছিল নতুন বাড়ি নির্মাণ করার। এ জন্য কয়েকদিন আগে দেশের বাড়ি সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবায় পৈত্রিক জমি বিক্রি করেন। আর নতুন বাড়ি নির্মাণের জন্য সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারত করে কিশোরগঞ্জে বোনের সঙ্গে দেখা করার জন্য মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুরের বাসা থেকে রওনা দেন। ফিরেই ইদ্রাকপুরে নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু করার কথা ছিল।

কিন্ত গত ২৮শে ফেব্রুয়ারি বাসযোগে সিলেটে যাওয়ার পথে ওই দিন দিবাগত রাতে অজ্ঞাত মল্লম পার্টির খপ্পরে পড়েন। মল্লম পার্টির বিষ প্রয়োগে পরদিন ১লা মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ওবায়দুল ইসলাম সিপন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান।

এদিকে, পুলিশের দায়িত্বহীনতার ও তথ্য গোপন রাখার কারণে সিপনের মরদেহও গায়েব হয়ে যাচ্ছিল। মুন্সীগঞ্জের আইনজীবী, নিহতের স্বজন ও মুন্সীগঞ্জ থানা পুলিশকে সিলেট থানা পুলিশ অসহযোগিতা করেন। সিলেটে অজ্ঞাত নামা লাশ হিসেবে সিপনকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কবরস্থানে দাফন করার আগেই ওইসব ব্যক্তিরা সিলেট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। কিন্ত সিপনের মরদেহের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত না করেই সিলেট কোতয়ালী থানার পুলিশ সিপনকে দাফন করে ফেলে।

এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. মিজানের তোলা ছবির সূত্র ধরে সিলেটে সিপনের সন্ধান মেলে। যদিও দায়িত্বে অবহেলা ও তথ্য গোপন রাখার দায়ে ১০ই মার্চ সিলেট থানার এসআই মো. নজরুল ইসলাম ও এএসআই দুলাল মিয়াকে সিলেট উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমেদ সাময়িক বরখাস্ত করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান। এদিকে, সিপন নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধার কাজে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার ও সদর থানার এসআই মনিরুল ইসলাম প্রাণপন চেষ্ঠা ও পরিশ্রম করে যান।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, কোষাধ্যক্ষ নিহতের স্বজন আইনজীবী আব্দুল হান্নান জুয়েল ও সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, আইনজীবী সিপন নিখোঁজের পর ৩রা মার্চ তার শ্বশুর আব্দুল হাকিম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় জিডি করেন (যার জিডি নম্বর ১২২)। এ জিডি দায়ের করার পর নিহতের স্বজন, পুলিশ ও সহকর্মীরা সিপনকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে। গত ৫ই মার্চ দুপুর ১২ টার দিকে নিহত সিপনের সম্বন্ধি মোজাম্মেল হোসেন, শ্যালক কাজল ও ভাগিনা সুমন ছবি সম্বলিত সিপন নিখোঁজ সংক্রান্ত একটি লিফলেট নিয়ে সিলেট কোতয়ালী থানায় গিয়ে ডিউটি অফিসার এএসআই দুলালের সঙ্গে দেখা করে।

এ সময় দুলাল তাদের সঙ্গে অশোভন আচরণ করে লিফলেট ফেলে দিয়ে তাদের তাড়িয়ে দেয়। পরে ৬ই মার্চ দিবাগত রাতে মুন্সীগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম সিপনের ওই স্বজনদের নিয়ে সিলেটে পৌছেন। সিলেটে পৌছেই দারোগা মনিরুল সিলেটের বিভিন্ন হোটেল, দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকা ও সুরমা নদীর পাড়ে সিপনের সন্ধানের জন্য ছুটে বেড়ান। এরপর ৭ই মার্চ দারোগা মনিরুল সিলেট কোতয়ালী থানার ওসি (তদন্ত) শ্যামল চন্দ্র বণিকের সঙ্গে দেখা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা শ্যামল চন্দ্র থানার এসআই মো. নজরুল ইসলাম, এএসআই দুলাল মিয়া, কনস্টেবল আবু সাঈদসহ থানার অন্য পুলিশ কর্মকর্তাদের তলব করে কোন ব্যক্তি উদ্ধার বা কোন লাশ পাওয়া গেছে কিনা জানতে চায়। কিন্ত কেউ পুলিশ কর্মকর্তা শ্যামলকে তা জানায়নি।

পরে মুন্সীগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম নিহতের স্বজনদের নিয়ে গত ৮ই মার্চ রাত সাড়ে ৮টায় ট্রেন দিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসছিলেন। তারা তখন বি.বাড়িয়া এলাকায়। এরই মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র মো. সিরাজের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম ও কোষাধ্যক্ষ আব্দুল হান্নান জুয়েলের সঙ্গে মোবাইলে কথা হয়। এ কথার সূত্র ধরে হাসপাতালে তুলে রাখা ছবি সিরাজ মেইল করে তাদের কাছে পাঠালে সিপন সনাক্ত হয়।

এ সনাক্তের খবরে দারোগা মনিরুল আবার সিলেটের উদ্দেশ্যে বি.বাড়িয়া থেকে রওনা দেন। ৮ই মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা সিলেটে পৌছেন। ৯ই মার্চ সকালে সিলেট থানায় পৌছে তিনি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করলে সনাক্ত হয় সিপনের মরদেহের। একই দিন দুপুর ১২ টার দিকে বিষ প্রয়োগে সিপনকে হত্যার ঘটনায় নিহতের ভাইঝি জামাই তারেক চৌধুরী বাদী হয়ে সিলেট কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-০৩। ধারা ৩২৮/৩০২/৩৪ দ-বিধি।

এরপর বিকেল ৫টায় সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল রহমানের নেতৃত্বে আইনজীবী সিপনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে গত ১০ই মার্চ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর এ্যাম্বুলেন্স দিয়ে দুপুর ১টায় রওনা দিয়ে নিহতের মরদেহ নিয়ে সিলেট থেকে রাত সোয়া ৭টার দিকে মুন্সীগঞ্জে পৌছে। রাত সাড়ে ৮টায় ইদ্রাকপুরসস্থ জেলা পুলিশ লাইনস মাঠে নিহতের জানাযা শেষে ইদ্রাকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তারা আরো জানান, গত ২৮শে ফেব্রুয়ারি দিবাগত রাতে বাসে মল্লম পার্টির খপ্পরে পড়ে অচেতন আইনজীবী সিপনকে মুমুর্ষ অবস্থায় পরদিন ১লা মার্চ সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তিরা ফেলে রেখে চলে যায়। এরপর সকাল সাড়ে ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিপন মারা যায়। হাসপাতাল কর্তপক্ষ সিলেট থানাকে নির্ধারিত সময়ে আবেদন করে জানালেও তারা সময় মতো যায়নি।

ওইদিন বিকেল ৪টার দিকে সিলেট কোতয়ালী থানার এসআই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আবু সাঈদ নিহতের কোন রকম সুরতহাল রিপোর্ট ও পোস্ট মর্টেমের ব্যবস্থা না করে হাসপাতালে ফ্রিজে ফেলে রেখে চলে আসে। এরপর গত ৬ই মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে আইনজীবী সিপনের মরদেহটি সিলেটের হযরত মানিক পীর (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করে ফেলে ওই দারোগা ও কনস্টেবল।

এরপর তথ্যও তারা উবর্ধতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করেননি। এদিকে, অজ্ঞাত নামা হিসেবে নিহত সিপনের মরদেহ দাফনের আগেই নিহতের স্বজনরা তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাদের সহযোগিতা করেননি। এদিকে, গত ৮ই মার্চ রাত সাড়ে ১০ টার দিকে এসআই নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদক(আমাকে) জানায়, নিহতের লাশ সনাক্ত হয়েছে। মদ্যপ অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরদিন দুপুর আড়াইটার দিকে যোগাযোগ করলে এ প্রতিবেদককে জানান, অজ্ঞান পার্টির কবলে পড়ে বিষ প্রযোগে আইনজীবী সিপনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে সিলেট কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, অভিযুক্ত দারোগা নজরুল ইসলাম ও এএসআই দুলাল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আইনজীবী সিপনকে হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করা যায়নি। চেষ্টা চলছে বলে তিনি জানান।

এদিকে, নিহত আইনজীবীর পিতা প্রয়াত কাজী শাসমুল হুদাও মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। তার স্ত্রী সোনিয়া আক্তার রেণু একজন গৃহিণী। একমাত্র মেয়ে কাজী ফারিহা ইসলাম রাত্রি মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। একমাত্র ছেলে কাজী ফারহান ফুরাদের বয়স ১১ মাস।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply