ভয়াবহ আগুনে একই পরিবারের ৪ জনের মৃত্যু

bpur3মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় একটি রাইচ মিলের খুপড়ি ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে মা ও শিশু সন্তানসহ ৪ জনেসর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হচ্ছে- রাইচ মিলের শ্রমিক আফজাল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৩২), ছেলে ফাহিম (আড়াই বছর), মাসুম (৪) ও শ্রমিকের মা। রাত ৩ টার দিকে পুলিশ ৪ জনের লাশ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি-তদন্ত ইয়ারদৌস হাসান জানান, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে অগ্নিকান্ডে একই পরিবারের ৪ জন অগ্নিদ্বন্ধ হয়ে মারা গেছে।
bpur1

bpur2

bpur3
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রন করে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্য হওয়া মা ও শিশু সন্তানসহ ৪ জন ঘুমিয়ে ছিলেন বলে ধারনা করা হচ্ছে।

সদর উপজেলার হাতিমারা ফাঁড়ির ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, চাতাল শ্রমিক আফজাল মিয়া ওই রাতে ঘরে ছিলেন না। কয়েকদিন আগে বরগুনা গেছেন।

বিডিটুয়েন্টিফোর
=========

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বিনোদপুর গ্রামে ভাঙ্গাঘোড়া রাইস মিলের পার্শ্বে এই আগুনের ঘটনা ঘটে।
bpur4
নিহতরা হলেন- ওই গ্রামের আফজাল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৩২), তার আড়াই বছরের ছেলে ফাহিম ও চার মাসের ছেলে মাসুম। নিহত অপরজন ফিরোজা বেগমের শাশুড়ি।

পুলিশ জানায়, ওই রাইস মিলের শ্রমিক আফজাল হোসেন তার পরিবার নিয়ে পাশের একটি ঝুপড়ি ঘরে থাকতেন। গত রাতে হঠাৎ করে ওই ঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় আফজালের স্ত্রী, দু-সন্তান ও তার মা মারা যান।

রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এটিএনবিডি
=======

মুন্সীগঞ্জে আগুনে মা ও দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় ধানের চাতালে অগ্নিকান্ডে মা ও দুই শিশুসহ অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । নিহতরা হলেন- আফজাল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৩২), তার আড়াই বছরের ছেলে ফাহিম ও চার মাসের ছেলে মাসুম। নিহত অপরজন ফিরোজা বেগমের শাশুড়ি। তার নাম জানা যায়নি। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

সদর থানার মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, রাতে ফিরোজা বেগম তার শাশুড়ি ও দুই শিশুপুত্রকে নিয়ে ঘুমাচ্ছিলেন। এসময় তার স্বামী বরগুনা গ্রামের বাড়ি ছিলেন। রাত দেড়টার দিকে রান্না ঘরের জ্বলন্ত চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ওই ৪ জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বিনোদপুর এলাকার একটি ধানের চাতালে ফিরোজা বেগম ও তার স্বামী আফজাল হোসেন শ্রমিকের কাজ করতেন। এ কারণে মিল মালিক জসিমউদ্দিন মিয়ার সহযোগিতায় তিনি মিলের পাশেই টিন ও মুলির বেড়া দিয়ে ছাপড়া ঘর তৈরি করে শাশুড়ী, স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

লাশ ময়না তদন্তের জন্য রাতেই প্রথমে সদর থানা থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যুগান্তর
====

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে দুই শিশুসহ মা-নানি অঙ্গার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ঝুপড়িঘরে আগুন লেগে দুই শিশুসহ মা ও নানি পুড়ে ছাই হয়ে গেছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার বিনোদপুরে ভাঙ্গাগড়া রাইস মিলের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মা ফিরোজা বেগম (২৫) আর কোলে থাকা তিন মাস বয়সী শিশুপুত্র মাসুম বিল্লাহ ওই অবস্থায় পুড়ে মারা যায়। পাশে পড়ে ছিল বড় ছেলে আড়াই বছরের মো. ফাহিম ও নানি আম্বিয়া খাতুনের (৭০) পোড়া মৃতদেহ।

ফিরোজা বেগমের স্বামী আফজাল হোসেন বরগুনা সদর উপজেলার বড়বালিয়াতলী গ্রামের বাড়িতে গিয়েছিলেন স্ত্রী-সন্তান ও শাশুড়িকে রেখে। ধানের

চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বরগুনায় গিয়েছিলেন মাছ ধরার কাজে।

আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরকাদিম পৌরসভা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে চারজনের লাশ দাফন করা হয়।

লাশ দাফনে উপস্থিত থাকা আফজাল হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন জানান, তাঁর ভাইয়ের দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া গেছে। গ্রামে যোগাযোগ করে জানা গেছে, মাছ ধরতে তিনি সাগরে গেছেন। সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা যাচ্ছে না।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় দিনমজুরি করা আনোয়ার হোসেন জানান, তাঁদের বাবা নেই। দুই ভাই ও এক বোনের মধ্যে আফজাল সবার ছোট। ১৫-২০ বছর ধরে বিনোদপুর এলাকায় ধানের চাতালে কাজ করেন। আগের স্ত্রী ছিলেন বরগুনার। কিন্তু বছর তিনেক আগে সন্তান প্রসবের সময় তাঁর মৃত্যু হয়। ওই সংসারে আফজালের তিন মেয়ে ও দুই ছেলে আছে। এরপর তিনি ফিরোজা বেগমকে বিয়ে করেন। ফিরোজার বাড়ি ময়মনসিংহের রাজনগর গ্রামে। ফিরোজার বাবা নেই, তাই বৃদ্ধ মা তাঁর সঙ্গেই থাকতেন।

ভোরে খবর পেয়ে মুক্তারপুর বিসিক শিল্প এলাকা থেকে ছুটে এসেছেন জাল তৈরির কারখানার শ্রমিক আফজালের আগের ঘরের সন্তান তাছলিমা বেগমের স্বামী মুজিবুর রহমান। তিনি জানান, কোনোভাবেই তাঁর শ্বশুর আফজালের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা।

মুন্সীগঞ্জ স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু এর আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। দরজা আটকানো থাকায় ঘরের ভেতর থাকা কেউ বের হতে পারেনি। তিনি জানান, চুলার আগুন থেকে ঘরে আগুন লেগে থাকতে পারে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ) মমতাজ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান স্টেশন অফিসার ফজলুল হক।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, চালকলটির মালিক জসিমউদ্দিন। ভাড়ায় চালান খোকন বণিক ও বিশ্বজিৎ বণিক নামের দুই ভাই। চাতালেই ঝুপড়িঘর তুলে বেশ কিছুদিন ধরে থাকছিল আফজালের পরিবার।

ওসি জানান, পুলিশ আফজালকে খবর পাঠানোর চেষ্টা করছে।

চালকলের পরিচালক খোকন বণিক জানান, পাঁচটি টিন দিয়ে একচালা ঘর তৈরি করে দিয়েছেন তাঁরাই। দরজার সামনে মাটির চুলায় তুষ দিয়ে রান্না হতো। সেই চুলা থেকেই আগুনের সূত্রপাত বলে তাঁদের ধারণা। তিনি জানান, মৌসুম শেষ হওয়ায় গত ১৫ জানুয়ারি চাতাল বন্ধ করে দেওয়া হয়। আগামী ১৪ এপ্রিল থেকে আবার চালু হওয়ার কথা আছে।

কালের কন্ঠ

Leave a Reply