মেঘনা মোহনায় যাত্রীবোঝাই লঞ্চ থেকে ১৯০ কেজি জাটকা ইলিশ জব্দ

zatka1মুন্সীগঞ্জ শহরের অদুরে মেঘনা মোহনায় শনিবার ভোরে একটি যাত্রীবোঝাই লঞ্চ থেকে ১’শ ৯০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ভোর ৫ টার দিকে এমভি কেয়া-১ নামীয় লঞ্চে নারায়নগঞ্জের পাগলাস্থ কোষ্টগার্ড ও স্থানীয় মৎস বিভাগের যৌথ অভিযানে এ জাটকা জব্দ করে। সদর উপজেলার মৎস কর্মকর্তা মো: রাশেদুজ্জামান জানান, দক্ষিনাঞ্চল থেকে যাত্রীসহ বেশ কয়েকটি ঝুড়িতে জাটকা মজুদ করে লঞ্চটি ঢাকার সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাটকা বিপননের সঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি কোষ্টগার্ড। তাছাড়া লঞ্চটির বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।

বিডিটুয়েন্টিফোর
===========

Leave a Reply