অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জীকে সংবর্ধনা

scbসরকারী হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ শনিবার এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্ভিদের বিভিন্ন শাখা-প্রশাখার প্রদর্শনী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড় পর্দার প্রদর্শনী ও বোটানিক্যাল গার্ডেন উদ্বোধনের মধ্য দিয়ে উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জীকে সংবর্ধনা দিয়েছে তারা।

সরকারী হরগঙ্গা কলেজের গ্যালারি কক্ষে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী ছাড়াও আলোচনায় অংশ নেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদুল কবির, প্রবীণ শিক্ষক ফজলুল করিম, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক ওলিউল্লাহ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক প্রবীর গাঙ্গুলী, সরকারী তোলারাম কলেজের সহকারী অধ্যাপক আফিকা খানম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সহকারী অধ্যাপক আবু আহাম্মদ আহসান কবীর, সহকারী অধ্যাপক নাজমুল হাসান, প্রভাষক রাসেল কবির, জাকিয়া লায়লা, প্রাক্তন ছাত্র জুয়েল সিকদার, হাবিবুর রহমান, আশরাফ উদ্দিন সরকার, আবুল হাসান সরদার, নীরব আহাম্মেদ প্রমুখ। অনষ্ঠানে বড় পর্দায় সুখেন চন্দ্র ব্যানার্জীর বর্ণাঢ্য কর্মজীবনের চিত্র উপস্থান করা হয়।

জনকন্ঠ

Leave a Reply