ব্যতিক্রমী উপজেলা চেয়ারম্যান, পাঁচ বছর কোন সম্মানী নেননি

নানা কারণে ব্যতিক্রম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গনি তালুকদার এবারও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছেন। গত ৫ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালে তিনি সরকারী কোন সম্মানী নেননি। এমন কি তার জন্য দেয়া সরকারী গাড়ির তেল খরচ ও ড্রাইভার পর্যন্তও নেননি তিনি। এতে সরকারের ২০ লক্ষাধিক টাকা খরচ না হয়ে রাষ্ট্রীয় কোষাগারেই জমা হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওসমান গনি তালুকদার উপজেলা চেয়ারম্যান থাকাকালে সরকারের দেয়া সম্মানী বাবদ প্রতিমাসে প্রায় ২০ হাজার টাকা যা গত ৫ বছরে ১২ লাখ টাকার পরিমাণ প্রাপ্য সম্মানী ভাতা গ্রহণ করেননি। তাছাড়া সরকারী কাজে যাতায়াতের জন্য তার গাড়ির জন্য প্রতিমাসে ১৮০ লিটার তেল বরাদ্দ থাকলেও তিনি কোন টাকাই সরকারের কাছ থেকে গ্রহণ করেননি। এতে গেল ৫ বছরে গাড়ির তেল বাবদ প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা তিনি গ্রহণ করেননি। এছাড়া তার জন্য সরকারী ড্রাইভার থাকলেও তিনি ড্রাইভার না নিয়ে ব্যক্তিগত ড্রাইভার নিয়ে চলাচল করেছে।

এ প্রসঙ্গে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার বলেন, জনসেবার ব্রত নিয়ে বহু আগে থেকেই সমাজের সেবা করে চলেছি। ৫ বছর পূর্বে জনগণ যখন আমাকে লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে তখনই আমি জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সরকারের কাছ থেকে কোন প্রকার সুযোগ-সুবিধা না নিয়ে সরকারের উন্নয়ন কাজের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করব। তারই ধারাবাহিকতায় ৪ কোটি টাকা ব্যয়ে নিজ খরচে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের ৫ তলা ভবনের নির্মাণ কাজে হাত দেই। যার দ্বিতল ভবন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ৩ তলার কাজ চলছে। ৫০ লাখ টাকা ব্যয়ে লৌহজং উপজেলা কমপ্লেক্সে একটি মসজিদও নিজ খরচে নির্মাণ করেছি। শিমুলিয়ার ভাঙ্গায় জিআরএসএইচ মেডিক্যাল প্রতিষ্ঠালগ্নে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ৬০ লাখ টাকা অনুদান দেই। ১৯৯২ সালে ‘ফেন্ডস ফাউন্ডেশন’ নামে একটি আদর্শ সংগঠন গড়ে প্রতিবছর পরীক্ষার মাধ্যমে জেলার ৩ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে চলেছি।

জনকন্ঠ

Leave a Reply