মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের পিচ্ছি সেন্টুর বাড়ি থেকে শুক্রবার রাত ৭ টায় একটি জাপানি তৈরী অত্যাধুনিক রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেন্টু পুুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত খলিলুর রহমান জানান, সেন্টুর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। দির্ঘদিন পালাতক থাকার পর সে, বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিপন মল্লিকের পক্ষে প্রচরনা চালানোর জন্য এলাকায় আসছিলো।
বাংলাপোষ্ট
Leave a Reply