সিরাজদিখানে দুর্বৃত্তদের আগুনে চার শ মণ আলু পুড়ে ছাই

potato5মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিতে স্তুপ করে রাখা চার বিঘা জমির প্রায় চার শ’ মণ আলু পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর রাঙামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলুর মালিক মো. গিয়াসউদ্দিন জানান, কিছুদিন পূর্বে তিনি আলুগুলো জমি থেকে উঠিয়ে সেখানেই স্তুপ করে রেখেছিলেন বিক্রি করার জন্য। কিন্তু শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন সমস্ত আলু পুড়ে ছাই হয়ে আছে। কে বা কারা তার আলুতে আগুন দিয়েছে তা তিনি বলতে পারেননি। এ ঘটনার পর থেকে এলাকার জমিতে আলু স্তুপকারী, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কালের কন্ঠ

Leave a Reply