বিএনপি পথভ্রষ্ট দল : লেলিন

leniniআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, বিএনপি এখন একটি পথভ্রষ্ট দল। তারা এই বলছে সরকার উৎখাত করবে, আবার বলছে এখন দল গোছাবে, আবার বলছে অন্য কিছু করবে। আসলে তারা কী করবে তা তারা নিজেরাই জানে না। এমনকি তাদের আন্দোলনে জনগণের অংশগ্রহণও ছিল না।

রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।

লেলিন বলেন, এ সরকার আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে। এসময়ের পর একাদশ নির্বাচন প্রসঙ্গে আলোচনা হবে। আগামী নির্বাচনে আলোচনা করতে হলে বিএনপিকে জামায়াতের সংগ ছাড়তে হবে, অহিংস পথ বেছে নিতে হবে। আর নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বেই।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম এমপি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

শীর্ষ নিউজ

Leave a Reply