নারী হুইপ হচ্ছেন সানজিদা খানম

sandizaদশম জাতীয় সংসদে নারী হুইপ হচ্ছেন সদ্য শপথ নেওয়া সংরক্ষিত আসনের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম। সরকার দলীয় প্রার্থী হিসেবে শপথ নেওয়া এ নারী সংসদ সদস্যের হুইপ হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। রোববারই হুইপ হিসেবে তার নামে গেজেট প্রকাশিত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

গেজেট প্রকাশের পর রোববার বিকেলেই হুইপ সানজিদার শপথ পাঠ করানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে নবম জাতীয় সংসদে ঢাকা-৪ আসন থেকে সরাসরি ভোটে নির্বাচিত এ সদস্যের এবার ঠাই হয় সংরক্ষিত আসনে। দশম সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করার ঢাকা-৪ আসন ছেড়ে দিতে হয় জাতীয় পার্টির কাছে। যে কারণে সংরক্ষিত আসনেই শেষ ভরসা হয় সানজিদা খানমের। সরাসরি ভোটে নির্বাচন বঞ্চিত নারী সংসদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত করছেন সংসদের হুইপ নির্বাচিত করে।

সানজিদা খানম হুইপ নির্বাচিত হলে সরকার দলীয় মোট হুইপ হবে ৬ জন। এর আগে চিফ হুইপ আ স ম ফিরোজসহ ৫ জন হুইপ নির্বাচিত হন। সংসদ কার্য পরিচালনার জন্য স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগীতা করে থাকেন চিফ হুইপ ও হুইপরা।

এটিএনবিডি

Leave a Reply