৩১ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজদিখানে নির্বাচনে ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
নির্বাচনের দুই দিন আগে থেকেই সিরাজদিখান উপজেলার নির্বাচনী এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনি, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), পুলিশ ও আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ উপজেলায় পুরুষ ও নারীসহ সর্বমোট ১ লাখ ৮৯ হাজার ৫১০ জন ভোটার রয়েছেন বলে সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
নির্বাচনে দায়িত্ব পালন করতে ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের তালিকাও তৈরি করা হয়েছে।
ব্রেকিংনিউজ
Leave a Reply