মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দেশটিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৫ বছর আগে শতভাগ বাঙ্গালিয়ানা ও স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যাত্রা শুরু করে আজকের জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল দেশটিভি। ‘দেশকে ভালোবাসুন দেশের সঙ্গে থাকুন’-এই ম্লোগানকে সামনে রেখে দেশটিভি দীর্ঘ ৫ বছর বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন ও দেশীয় ইতিহাস ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে নানা বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। গতানুগতিক ধারার বাইরে এসে আধুনিক চিন্তা ও শিল্পশৈলী সম্পন্ন অনুষ্ঠান উপস্থাপন করায় দেশটিভি খুব সহজেই দেশের মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে।
দেশটিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ মিনারে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দেশটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এড. সুজন হায়দার জনি, দেশ আমার মুন্সীগঞ্জ পরিবারের সাধারণ সম্পাদক এড. রোজিনা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামছুন্নাহার শিল্পী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, নয়াদিগন্তের মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ সোহান, এটিএন নিউজের ভবতোষ চৌধুরী নুপুর, এনটিভির মঈনউদ্দিন আহম্মেদ সুমন, বাংলাদেশ সময়ের শেখ মোহাম্মদ রতন, ভোরের ডাকের জুয়েল রানা, চ্যানেল ফাইভের শামছুল হুদা হিটু, এড. আলী আশরাফ, এড. জানে আলম প্রিন্স ও অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর বিশ্বাস প্রমূখ। আনন্দ আড্ডায় উৎসব মূখর হয়ে ওঠে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply