হত দিরদ্র শিক্ষার্থী সানজিদা আক্তার ও মো. হোসাইনের শিক্ষা উপকরণ পেয়ে মহা খুশি। তাদের মুখে এই হাসি ফুটয়েছে মুন্সীগঞ্জ এপেক্স ক্লাব। এই ক্লাব চক্ষু শিবির, স্বাস্থ্য সেবা, বৃক্ষরোপন, ক্রিড়া সমগ্রী সামগ্রী বিতরণ, পরিবেশ রক্ষা ও চরাঞ্চলের শিক্ষার বিকাশ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।
সন্ধ্যায় শহরে সার্কিট হাউস মিলনায়তনে মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের ৩৫ তম পালাবদল অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী বিকরণ উদ্বোধন করেন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। উদযাপন কমিটির চেয়ারম্যান মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন জাতীয় সভাপতি মো. আসলাম হোসেন, সহসভাপতি এ্যাডভোকেট সৈয়দ সুরুর রহমান, সম্মানিত অতিথি সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, আশরাফুল হক মানিক, মো. আনিসুজ্জামান সাথিল, অভিজিত দাস ববি, ময়জুদ্দিন আহম্মেদ মাইজু, ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম, শরিফউদ্দিন ভূইয়া, জাতীয় সচিব আব্দুল মতিন শিকদার, এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহিন মো. আমানুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বিগত কমিটির সভাপতি আনোয়ার হোসেন নতুন সভাপতি আনোয়ারা আক্তারের কাছে দায়িত্ব অর্পন করেন। নতুন সাধারণ সম্পদেকর দায়িত্ব গ্রহন করেছেন এ্যাডভোকেট সেতু ইসলাম।
স্বদেশ
Leave a Reply