ইমতিয়াজ বাবুল: স্ত্রীর সঙ্গে অভিমান করে সিরাজদিখানে সুমন শেখ (২৭) নামে ১ কৃষক আত্মহত্যা করেছে। বুধবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমন শেখ সিরাজদিখান উপজেলার চন্দনদুল গ্রামের শাজাহান শেখের ছেলে সে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে দানিয়া পাড়া বসবাস করত।
সিরাজদিখান থানার এস আই মুন্নাফ জানান, অভাব অনটনের কারনে তার স্ত্রী সুবর্নার (১৯) সাথে ঝগড়া হয় এতে অভিমান করে সুমন শেখ বুধবার দিনগত রাতে বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করে।
Leave a Reply