গজারিয়া থানার ওসি প্রত্যাহার

gaz psএছাড়া সাত দিনের ছুটিতে গেছেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
মুন্সীগঞ্জের গজারিয়া থানার ওসি মামুন-অর-রশিদকে শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, ওসি মামুন-অর-রশিদকে গজারিয়ার কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকার ডিআইজি সদর দফতরে নেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় তিনজন নিহত ও ভোট জালিয়াতির ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, স্বেচ্ছায় ছুটিতে গেছেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শুক্রবার থেকে তিনি সাত দিনের ছুটি নেন।

এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা নির্বাচনে সহিংসতায় আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ও পরের দিন চরবাউশিয়া এলাকায় ছাত্রলীগ নেতা মাহবুব আলম জোটন নিহত হন।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী লাকী বেগম (৩৫) ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। ওই দিনের সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।

সমকাল

Leave a Reply