মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ২০১২ সালের ৮ ও ১২ ডিসেম্বর ভাসমান ৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্তের পর জানা যায়, ঘটনার এক সপ্তাহ আগে তাদের রাজধানী এবং কুমিল্লা থেকে র্যাব ও ডিবি পরিচয়ে অপহরণ করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত হন, তাদের মাথায় খুব কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে গুলি করায় খুলি ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার পর ১৫ মাস অতিবাহিত হতে চললেও মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত সেসব মামলার অগ্রগতি বলতে কয়েক দফা তদন্তকারী কর্মকর্তা বদল। কিন্তু ধরা পড়েনি খুনিরা। এমনকি সম্ভাব্য খুনিদের সম্পর্কে কোনো তথ্যও নেই পুলিশের কাছে।
শুধু মুন্সীগঞ্জই নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে র্যাব ও পুলিশ পরিচয়ে অপহরণের পর হত্যাকা- ঘটলেও ধরা পড়ছে না গুপ্ত ঘাতকরা। বরং প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নিখোঁজ ব্যক্তিদের লাশ পাওয়া যাচ্ছে। দায়িত্বশীল কর্মকর্তারা নিহতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে দায় এড়িয়ে যাচ্ছেন। এ অবস্থায় নিহতদের পরিবারের দাবি, তদন্তকারী কর্মকর্তাদের অবহেলার কারণেই এসব ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হচ্ছে না। তাই মামলার তদন্ত সম্পর্কে স্বজনরা আর খোঁজ-খবরও রাখেন না।
এ সম্পর্কে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানান, প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। এর মধ্যে কিছু কিছু মামলার তদন্ত খুব দ্রুতই শেষ করা যায়। আবার অনেক মামলার তদন্ত শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। তবে র্যাব ও পুলিশ পরিচয়ে অপহরণের পর নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে পুলিশ খুব বেশি আন্তরিকতার সঙ্গে কাজ করে। সেক্ষেত্রে কিছু সময়ক্ষেপণ হলেও এসব মামলার তদন্ত শেষ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। তবে অপহরণের পর হত্যাকা- এবং গুমের সঙ্গে পুলিশ ও র্যাবের কোনো সম্পৃক্ততা নেই।
জানা গেছে, পুরান ঢাকার গে-ারিয়ার দয়াগঞ্জ বাজার মোড় থেকে ২০১১ সালের ৩১ জুলাই সকালে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নেয়া হয় জুয়েল, মিজান ও রাজীব নামে তিন যুবককে। এ ঘটনার ৭ দিন পর জুয়েল ও মিজানের লাশ উদ্ধার করা হয় গাজীপুর থেকে। আর রাজীবের লাশ পাওয়া যায় মুন্সীগঞ্জে।
জুয়েলের বাবা সালাম সরদার জানান, ঘটনার দিন বাজার থেকে কয়েকজন লোক এসে তাকে জানায়, বাজারে ৪-৫ জন লোক জুয়েলকে মারধর করছে। তিনি সেখানে যাওয়ার পর সেসব ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তাদের হাতে হ্যান্ডকাফ ও অস্ত্র ছিল। এক পর্যায়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে জুয়েলকে নিয়ে তারা রওনা হয় রাজধানী মার্কেটের দিকে। জুয়েলকে নিয়ে যাওয়ার পর ডিবি অফিস, র্যাব-৩, র্যাব-১০, র্যাব হেডকোয়ার্টার, সিআইডি এবং গে-ারিয়া থানায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ৭ আগস্ট গাজীপুর সদর হাসপাতালে দুটি অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান এবং জুয়েলের লাশ শনাক্ত করেন।
জুয়েলের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই দাবি করে তার বোন রানু জানান, জুয়েল ছিল ফ্রিজের মিস্ত্রি। তাদের পরিবারের একমাত্র আশা-ভরসার প্রতীক। তার কপালে ও গলায় গুলির চিহ্ন ছিল। এ ঘটনায় গে-ারিয়া থানায় একটি নিখোঁজ জিডি এবং গাজীপুরে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, মামলাটি এখনো তদন্তাধীন।
একই ঘটনায় নিহত রাজীবের ভাই রনি জানান, রাজীব টিউশনি করত। সোহ্রাওয়ার্দী কলেজ থেকে ২০০৬ সালে সে এইচএসসি পাস করে। রাজীব ও জুয়েল সম্পর্কে চাচাতো ভাই। দুই ভাই মিলে ৩১ জুলাই সকালে নাশতা করতে বাজারে গিয়েছিল।
তিনি আরো জানান, জুয়েলের লাশ দাফনের সময় খবর আসে, মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি লাশ পাওয়া গেছে। পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে গিয়ে রাজীবের লাশ শনাক্ত করা হয়। রাজীবের মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। একই সঙ্গে নিখোঁজ হওয়া মিজান ছিল রাজীবের বন্ধু। তার বাসা দক্ষিণ যাত্রাবাড়ীতে।
মিজানের বাবা ফারুক হোসেন জানান, ডিবি পুলিশ পরিচয়ে তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় ৫ জুলাই যাত্রাবাড়ী থানায় জিডি (নাম্বার-২৮৭) ও গে-ারিয়া থানায় জিডি (নাম্বার-১৬৯) করা হয়।
মিজানের ভাই মনির জানান, খবর পেয়ে ৭ আগস্ট মিজানের লাশ শনাক্ত করা হয় গাজীপুর হাসপাতাল মর্গে। তার শরীরেও গুলির চিহ্ন ছিল। এই মামলাটিও তদন্তাধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ ও ১২ ডিসেম্বর মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৫টি লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে ১২ ডিসেম্বর ৩টি এবং ৮ ডিম্বের দুটি লাশ উদ্ধারের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।
একটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজউদ্দিন মোল্লা জানান, তদন্ত অব্যাহত রয়েছে। মঞ্জুর বিরুদ্ধে ফরিদপুরের সালথা থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। সে খারাপ প্রকৃতির লোক ছিল। তার সঙ্গীরাই তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে এখনো সেই ধরনের কোনো তথ্য উঠে আসেনি।
মঞ্জুর ছেলে মোশাররফ হোসেন দাবি করেন, তার বাবা কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বাস করেন। ঘটনার আগে ৭ ডিসেম্বর ইউনুস মুন্সী, তার ভাই মঞ্জু মুন্সী, তাদের মামাতো ভাই শেখেন মাতবর এবং তাদের একজন ব্যবসায়িক পার্টনার কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে নিখোঁজ হন। গত ১২ ডিসেম্বর মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ৩টি লাশ উদ্ধারের খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজনরা ছুটে যান মুন্সীগঞ্জে। সেখানে মঞ্জু মুন্সীর লাশ শনাক্ত করেন তার স্ত্রী। বাকী দুজন এখনো নিখোঁজ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম যায়যায়দিনকে জানান, ২০১২ সালের ৮ ডিসেম্বর ধলেশ্বরী নদী থেকে ঢাকার ছাত্রদল নেতা ইসমাইলের লাশের সঙ্গে আরো একটি লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন থেকে দেখা যায়, ইসমাইল এবং অজ্ঞাত ব্যক্তিকে হত্যার আগে মাথার কাছ থেকে কয়েকটি গুলি ছোড়া হয়েছে। ফলে মাথার উপরিভাগের শক্ত হাড় ভেঙে কয়েক খ- হয়ে গেছে। বর্তমানে ইসমাইল হোসেনের মামলাটি তদন্ত করছে সিআইডি। এর আগে এই মামলাটি থানার এসআই সুলতানউদ্দিন এবং আরো একজন এসআই তদন্ত করেন। তদন্তে হত্যাকারীদের সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
তিনি আরো জানান, রাজধানীর কলাবাগান থানায় ইসমাইলের নিখোঁজ হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। সেই জিডির কপি কলাবাগান থানা থেকে সংগ্রহ করা হয় এবং ইসমাইলের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে পুলিশ খুনিদের শনাক্ত করার চেষ্টা চালায়।
জানা গেছে, ২০১৩ সালের ১২ ডিসেম্বর লক্ষ্মীপুরে মিছিলে র্যাবের গুলিতে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল নিহত হন।
জুয়েলের ভাই রুবেল জানান, সেদিন ঘটনাস্থল থেকে মাইক্রোবাসে জুয়েলের লাশ তুলে নিয়ে যায় র্যাব। এরপর থেকে তার লাশটিও পাওয়া যায়নি। তবে বরাবরই র্যাব বিষয়টি অস্বীকার করে আসছে। এ ঘটনায় তারা থানায় মামলা ও সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুজ্জামান জানান, বিষয়টি পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে। আসলে ওইদিন জুয়েল নিহত হয়েছিল কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান যায়যায়দিনকে জানান, এক শ্রেণির অপরাধী র্যাবের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করে চলেছে। তাদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করছেন। সম্প্রতি র্যাব পরিচয়ে পুরান ঢাকার একটি বাসায় আটকে রাখার অভিযোগ পাওয়া গেলে দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানোর পর র্যাবের বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৪ অপহৃতকে, যাদের প্রায় এক মাস ধরে সেখানে আটকে রাখা হয়েছিল বলে পরে জানা গেছে। এছাড়া বঙ্গবাজার মার্কেটের একজন ব্যবসায়ী বিএনপি নেতা রফিকুল ইসলামকে শৈলকূপা থেকে র্যাব পরিচয়ে অপহরণের পর হত্যা করা হয়। রফিকের হাতে হ্যান্ডকাফ থাকায় সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায়ও হাবিবুর রহমানের শাশুড়ি লিপি বেগম জড়িত ছিল বলে তদন্তে উঠে আসে এবং খুনিদের চিহ্নিত করা সম্ভব হয়।
জানা গেছে, ২০১২ সালের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর মিরপুর এলাকায় একজন আত্মীয়ার বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত হন ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় গাজীপুরের সালনা এলাকায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা এবং গাজীপুরে একই হত্যা মামলা দায়ের করা হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই।
গাজীপুর জেলার পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, অপহরণকারীরা অন্য কোথাও হত্যার পর লাশ গাজীপুরের নির্জন স্থানে ফেলে গেছে। তাই তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
২০১১ সালের ২ জুলাই তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে মিজানুর রহমান ও আলী আকবর নামের দুই যুবকের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চলে দায়েরকৃত মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয় পরের বছরের মাঝামাঝি সময়ে।
সেখানেও খুনিদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়। পরে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। ২০১২ সালের ২ ডিসেম্বর সাভার এলাকা থেকে উদ্ধার করা হয় দুটি গুলিবিদ্ধ লাশ। তাদের একজন রাজধানীর ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক খান বলে শনাক্ত করেন তার স্বজনরা। এ ঘটনায় সাভার থানায় দায়েরকৃত মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বেড়েছে সব ধরনের হত্যা। উদ্বেগজনক হারে বাড়ছে বিচারবহির্ভূত হত্যাকা-, গুম ও নিখোঁজ হওয়ার ঘটনা। চলতি বছরের প্রথম ৪১ দিনে ৪৪ জন বিচারবহির্ভূত হত্যাকা- ও গুপ্ত হত্যার শিকার হয়েছে। বিএনপি সরকারের আমলে ২০০৫ সালে ৩৭৭ এবং পরের বছর ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছিলেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব মতে, চলতি বছর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অপহরণের শিকার হয়েছেন ১৬ জন। এর মধ্যে ৭ জনের লাশ পাওয়া গেছে। ১৬ জনের মধ্যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের ৬ জন, জামায়াত-শিবিরের তিনজন, ছাত্রলীগের তিনজন এবং অরাজনৈতিক ব্যক্তি চারজন। আর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে ৩৪ এবং পুলিশ হেফাজতে তিনজন নিহত হয়েছেন।
এদিকে, ২০১৩ সালে রাজনৈতিক সংঘাতে ৫০৭ জন নিহত এবং প্রায় সাড়ে ২২ হাজার মানুষ আহত হন। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ এবং দুজন বিজিবির সদস্যও রয়েছেন। আসক বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর থেকে এসব তথ্য নিয়েছে।
তানভীর হাসান – যাযাদি
Leave a Reply