গোসাইবাড়ি এলাকায় বিএনপির ৪ কর্মীর বাড়ি-ঘর ভাঙচুর

hamla2মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় রোরবার বিএনপির ৪ কর্মীর বাড়ি-ঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা দাবি করেন-যুবলীগ দলীয় সন্ত্রাসী ইমরান হোসেনের নেতৃত্বে রোববার ভোর ৫ টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত এ হামলা চালায়। এ সময় বিএনপি কর্মী করিমউল্লাহ, মো. জনি, হামিদুল্লাহ ও মাসুদ মিয়ার বসত-ঘর ভাঙচুর করে।

এ ব্যাপারে সদর থানার সেকেন্ড অফিসার সুলতান উদ্দিন জানান, ব্যক্তিগত বিরোধে এ হামলা ও ভাঙচুর করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেয়া হবে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply