নিরাপত্তা নিশ্চিত ও হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচী সাংবাদিকদের

spReportersউপজেলা নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলা ভাঙচুর ও ল্যাপটপ লুটের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা রির্টানিং অফিসারে কাছে স্মারকলিপি দাখিল ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে আধা ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। রোববার দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ঘোষিত ৩ দিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

রোববার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপুর নেতৃত্বে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপজেলা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ও গজারিয়া উপজেলায় সাংবাদিকদের ওপর হামলা ও ল্যাপটপ লুটের প্রতিবাদে স্মারকলিপি দাখিল করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রির্টানিং অফিসার মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী সঙ্গে মতবিনিময় সভা করেন জেলার সাংবাদিকরা। এতে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিবেন বলে প্রেসক্লাব নেতৃবৃন্দকে অবহিত করেছেন।
spReporters
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু, সাংবাদিক মু. আবুসাঈদ সোহান, মাহাবুব আলম বাবু, মামুনুর রশীদ খোকা, সুজন হায়দার জনি, ভবতোষ চৌধুরী নুপুর, মঈনউদ্দিন আহমেদ সুমন, সিহাবসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে ভিডিও ক্যামেরা, ফটো ক্যামেরা, ল্যাপটপ, নিউজ প্যাড ও কলম রাস্তায় বিছিয়ে রেখে আধা ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও টঙ্গিবাড়ি প্রেসক্লাবের সাংবাদিকরা।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু বলেন, সদর উপজেলা ও গজারিয়া উপজেলা নির্বাচন চলাকালে প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিনসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনার ৭দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরাও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এছাড়া, নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় ৩১ মার্চ জেলার ৩টি উপজেলা নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বলেও জানান সাধারণ সম্পাদক কাজী দীপু।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply